তাওহীদ হৃদয়কে খেলাতে ডিপিএলের নিয়মই বদলে দিল বিসিবি বিতর্কে টেকনিক্যাল কমিটির পদত্যাগ

তাওহীদ হৃদয়কে খেলাতে ডিপিএলের নিয়মই বদলে দিল বিসিবি বিতর্কে টেকনিক্যাল কমিটির পদত্যাগ

খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়কে মাঠে নামানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরাসরি লিগের বাই লজে পরিবর্তন এনেছে—এমন নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে রোববার (২০ এপ্রিল) বিকেএসপির সুপার লিগ ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।

আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় ৪ ডিমেরিট পয়েন্ট এবং পরে সংবাদমাধ্যমে মন্তব্য করায় আরও ৩ পয়েন্টসহ মোট ৭ ডিমেরিট পয়েন্ট পান হৃদয়। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্টে দুই ম্যাচ নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা প্রযোজ্য ছিল। আর্থিক জরিমানা মওকুফ হলেও টেকনিক্যাল কমিটি হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল রাখে।

তবে বিস্ময়করভাবে নিষেধাজ্ঞা চলাকালীনই মাঠে দেখা যায় হৃদয়কে। বিষয়টি ঘিরে তৈরি হয় বিতর্ক: কীভাবে নিষেধাজ্ঞা ভোগ না করেই খেলতে পারলেন তিনি? অনুসন্ধানে উঠে আসে, টেকনিক্যাল কমিটি তার শাস্তি মওকুফ করেনি। বরং, ম্যাচের আগের দিন আম্পায়ার্স কমিটির পক্ষ থেকে সিসিডিএম-এ পাঠানো এক স্মারকে জানানো হয়, বাই লজের ৭.৫ ধারায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মে ৪–৭ ডিমেরিট পয়েন্টে ২ ম্যাচের পরিবর্তে ১ ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য।

এই পরিবর্তনের ভিত্তিতেই হৃদয় মাঠে নামেন সুপার লিগে, যা নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, শিরোপা দৌড়ে থাকা মোহামেডানকে সুবিধা দিতে বিসিবি পক্ষপাতমূলকভাবে নিয়ম পরিবর্তন করেছে।

এরপরই পদত্যাগ করেন বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। যদিও তিনি পদত্যাগের কারণ হিসেবে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ এবং ‘কাজের চাপ’-এর কথা বলেছেন, ক্রিকেটাঙ্গনে ধারণা করা হচ্ছে, এ ঘটনা মেনে নিতে না পেরেই নীরব প্রতিবাদ হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকেট সংশ্লিষ্টদের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের স্বচ্ছতা ও ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করছে। নিয়ম ভেঙে নিয়ম বানানো হলে মাঠের পারফরম্যান্স নয়, প্রশাসনিক ক্ষমতাই হয়ে উঠবে আসল ‘খেলোয়াড়’।

এই বিতর্কে ডিপিএলের গ্রহণযোগ্যতা নিয়েই এখন উঠছে প্রশ্ন। ক্রিকেটপ্রেমীরা চাইছেন—নিয়ম-নীতি ও শৃঙ্খলার প্রতি অটল থেকে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করুক বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *