আইপিএলে সর্বোচ্চ ফিফটির রেকর্ড এখন কোহলির

আইপিএলে সর্বোচ্চ ফিফটির রেকর্ড এখন কোহলির

খেলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ ফিফটির নতুন রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নারকে।

রোববার (২০ এপ্রিল) মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের ৬৭তম ফিফটি হাঁকান আরসিবি ব্যাটার কোহলি। এতদিন ৬৬টি ফিফটি নিয়ে শীর্ষে ছিলেন ওয়ার্নার, যিনি আইপিএলে করেছেন ৬২টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি।

রেকর্ড গড়ার ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেন কোহলি। ৭৩ রানে অপরাজিত থেকে দলকে ৭ বল বাকি থাকতে ১৫৮ রানের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। ম্যাচটিতে বেঙ্গালুরু হারিয়েছে পাঞ্জাবকে, আরসিবির এ জয় এসেছে মাত্র ৩ উইকেট হারিয়ে।

এই জয়ে পয়েন্ট টেবিলেও এগিয়ে যায় বেঙ্গালুরু। প্রতিযোগিতায় তাদের সবকটি জয় এসেছে প্রতিপক্ষের মাঠে, যদিও ঘরের মাঠে খেলা তিনটি ম্যাচেই হারতে হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ ফিফটির তালিকায় কোহলি ও ওয়ার্নারের পর আছেন শিখর ধাওয়ান (৫৩), রোহিত শর্মা (৪৫) ও লোকেশ রাহুল (৪৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *