গোপালপুর প্রতিনিধি : গোপালপুর উপজেলার আতরবাড়ী (পার চতিলা) গ্রামের ছেলের বউসহ ছেলেদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে একটি পরিবার। পাইকারি গাঁজা ক্রয় করে পুরিয়া বানিয়ে এলাকায় খুচরা ধরে বিক্রয়ের মধ্য দিয়ে মাদকের রমরমা বাণিজ্য গড়ে তুলেছে ওই পরিবার।
খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার আতরবাড়ী (পার চতিলা) গ্রামের মৃত ওমর আলীর ছেলে সানোয়ার হোসেন (কৈটা) (৫৮), তার ২ ছেলে ময়েজ উদ্দিন (৩৫) এবং মইনুল ইসলাম (৪০) ও তার স্ত্রী সমতা বেগম (৩০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, গোপনে জানতে পারি ওই এলাকায় একটি পরিবারের সবাই মিলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। তারা সবাই এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। গভীর রাতে তাদের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ সানোয়ার হোসেন (কৈটা), তার ছেলে ময়েজ উদ্দিন ও সমতা বেগমকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মইনুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। বুধবার দুপুরের দিকে পুলিশ তাকেও গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়।