
অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হলো বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন এই টাইগার স্পিনার, শিকার করেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট।
রোববার (১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে রিশাদকে একাদশে নেয় লাহোর কালান্দার্স। ম্যাচের আগে তাকে ডেব্যু ক্যাপ তুলে দেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ব্যাট করে ২১৯ রানের বিশাল সংগ্রহ করে লাহোর, যেখানে রিশাদ ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
পরে বল হাতে নিয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। বোল্ড করেন কোয়েটার সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশোকে। পরে তুলে নেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট।
লাহোর কালান্দার্স ম্যাচটি ৭৯ রানের বড় ব্যবধানে জিতে নেয়। আগামী মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে রিশাদদের দল।