
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের জন্য ১৫ সদস্যের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে দলটি।
দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। উইলিয়ামস ফিরেছেন চোট কাটিয়ে, আরভিন ফিরেছেন ছুটি শেষে। নেতৃত্বে থাকছেন আরভিনই।
দুই বছর পর দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগা। ফিরেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। স্কোয়াডে আছেন ওয়েসলি মাধেভেরে। একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
এবারের সফরে জায়গা পাননি জয়লর্ড গাম্বি, নিউম্যান ন্যামহুরি ও তাকুদজওয়ানাশে কাইতানো।
২০২০ সালের পর আবার বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। এবার প্রথম টেস্ট শুরু ২০ এপ্রিল সিলেটে, দ্বিতীয়টি ২৮ এপ্রিল চট্টগ্রামে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।