
আজ, ২০ মার্চ, বাংলাদেশের ব্যাটিং রাজপুত্র তামিম ইকবালের জন্মদিন। ১৯৮৯ সালে চট্টগ্রামের কাজীর দেউড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তামিম তার ব্যাটিং দক্ষতা দিয়ে সারা বিশ্বকে অবাক করেন।
২০০৭ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৫৩ বলে ৫১ রান করার মাধ্যমে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পান। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৩ রান করে সবাইকে মুগ্ধ করেন। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন।
তামিমই প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করেছেন এবং ২০১৯ বিশ্বকাপে তার ২০০তম একদিনের ম্যাচ খেলেছেন। ২০২০ সালে, প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রান করে নতুন মাইলফলক তৈরি করেন।
আজ, তার জন্মদিনে ক্রিকেটপ্রেমীরা তাকে শুভেচ্ছা জানান।