বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন সাকিব পরীক্ষায় পাস ইংল্যান্ডে

বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন সাকিব পরীক্ষায় পাস ইংল্যান্ডে

খেলা

অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে অনুষ্ঠিত বোলিং অ্যাকশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা রইলো না এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

সর্বশেষ পরীক্ষায় সাকিব ২২টি বল করেন, যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ধরা পড়ে। বাকি সব ডেলিভারিতেই তিনি পরীক্ষায় পাস করেন। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ল্যাবে তার বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়।

গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং পরে আইসিসি তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কয়েক দফা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর অবশেষে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন টাইগার অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *