সিনেমা জ্বীন ৩-এর নতুন গান কন্যা প্রকাশ উৎসবের আমেজে মন ছুঁয়েছে দর্শকদের

সিনেমা জ্বীন ৩-এর নতুন গান কন্যা প্রকাশ উৎসবের আমেজে মন ছুঁয়েছে দর্শকদের

বিনোদন

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসন্ন ‘জ্বীন ৩’ সিনেমার নতুন গান ‘কন্যা’ প্রকাশ পেয়েছে। গানটির দৃশ্যায়ন, শব্দ এবং পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। ‘‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল’’—এমন কথার গানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া পারফর্ম করেছেন।

গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা গানটি শোনার পর একে ‘‘ঈদের সেরা গান’’ বলে প্রশংসা করছেন।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, এবং গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

‘জ্বীন ৩’ একটি হরর  সিনেমা, যা সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *