
ভারতের বিপক্ষে ম্যাচের পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার সম্পর্কে আশাবাদী ছিলেন। তবে সৌদি আরবে ক্যাম্প শেষ করেই তিনি দলের সঙ্গে ঢাকায় ফেরেননি, ফিরে গেছেন ইতালিতে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ফাহমিদুল ছিলেন না তাদের সঙ্গে। বয়স কম হওয়ায় আপাতত তাকে দলের চিন্তায় রাখছেন না কোচ কাবরেরা। তবে বাফুফের নজরে রয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওর এই ফুটবলার।
দলের ম্যানেজার আমের খান জানান, “সে ইতালি ফিরে গেছে এবং আপাতত দলে যোগ দিচ্ছে না। ওর বয়স কম, এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে ওঠেনি। ওকে আরও সময় দিতে হবে।”
এদিকে, বাংলাদেশ দলের জন্য আরও দুটি দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেছেন দুই ফুটবলার, সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে তারা থাকছেন না। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে লড়তে হবে তাদের ছাড়াই।