
বলিউড সুপারস্টার আমির খান ৬০ বছরে পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানে নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন তিনি।
তবে গৌরীর ছবি প্রকাশ না করার অনুরোধ জানান আমির। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, আমির ও গৌরীর প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে, কিন্তু মাঝখানে যোগাযোগ হারিয়ে ফেলেন তারা। কয়েক বছর আগে তাদের পুনরায় যোগাযোগ হয় এবং ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বেঙ্গালুরুতে বসবাসকারী গৌরী আগে একবার বিয়ে করেছিলেন এবং ছয় বছরের একটি সন্তানও রয়েছে তার।
আমির জানান, গত ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। তার পরিবার এবং সন্তানরাও গৌরীর সঙ্গে দেখা করেছেন এবং সবাই খুশি। মতবিনিময়ের সময় আমির মজা করে বলেন, ‘দেখুন, আপনাদের কিছুই টের পেতে দেইনি!’
গৌরী মূলত আমির খানের প্রোডাকশন হাউসে কাজ করেন। অভিনেতা বলেন, তিনি এই সম্পর্কে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং বেশ সুখী। তবে মজার ব্যাপার হলো, গৌরী আমিরের খুব বেশি সিনেমা দেখেননি—শুধু ‘দঙ্গল’ ও ‘লগান’ দেখেছেন।
এ বছরের শুরুতেই তাদের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন উঠেছিল, অবশেষে আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করলেন। তার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।