নারীফুটবলার মাসুরা-রূপ বিদেশের লিগে খেলতে যাচ্ছেন

নারী ফুটবলার মাসুরা-রূপনা ভুটানের লিগে খেলতে যাচ্ছেন

খেলা জাতীয়

কোচের সঙ্গে বিদ্রোহ শেষে ছুটিতে রয়েছেন সাফজয়ী ফুটবলাররা। এর মাঝেই সুখবর পেয়েছেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন।

বিদেশের লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের। ভুটানের লিগে খেলতে যাচ্ছেন এই দুই ফুটবলার। শুক্রবার (১৪ মার্চ) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। দুজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন।

এ বিষয়ে মাসুরা বলেন, সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। তবে আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়ীতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলব। এখন সেই স্বপ্ন পূরণের পথে। আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে।

না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন। ২১ মাস পর জাতীয় দলে কোর্তোয়া, নতুন শুরুর অপেক্ষায় বেলজিয়াম ভুটানের ক্লাবে খেলা নিয়ে পারিশ্রমিককে গুরুত্ব দিচ্ছেন না এই ডিফেন্ডার। তার ভাষ্য, সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরুত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই।

তিনি আরো বলেন, ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *