
বিনোদন প্রতিবেদক: বেশ লম্বা সময় ধরে ছোটপর্দায় কাজ করছেন জাহের আলভী। ধীরে ধীরে নাটেকের ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরী করেছেন। এখন ছোটপর্দার ব্যস্ত অভিনেতাদের একজন। ২০১৩ সালে অভিনয়ে অভিষেকের পর এক যুগে ৪০০টির বেশি নাটকে অভিনয় করেছেন। এই ঈদেও আসবে হাফ ডজন নাটক। ঈদের কাজ ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে আলভীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
কেমন আছেন? খুব ব্যস্ততার মাঝে আছি। এখন (গতকাল সন্ধ্যা) লঞ্চে উঠলাম। নোয়াখালী যাচ্ছি শুটিং করতে। ‘জলপরি’ নামের নাটকটি নির্মাণ করছেন সোহেল আরমান ভাই। ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ১৫ মার্চ শুটিং শেষ করে ঢাকায় ফিরব।
প্রতি ঈদেই আপনার অভিনয়ে এক ডজনের বেশি নাটক মুক্তি পায়। এবারও কি তাই হবে?
না। এখন আমি একটু বেছে বেছে কাজ করছি। গল্পে বাস্তবতা বা জীবনঘনিষ্ঠ কিছু না থাকলে সেটা করছি না। আগে যেমন শুটিংয়ের ক্ষেত্রে ধর-মার-কাট একটা ব্যাপার ছিল। সেটাও এখন বাদ। চেষ্টা করছি শুটিংটা যত্নের সঙ্গে করতে। দেখেন, ‘জলপরি’র শুটিং করব চার দিন। অথচ আগে একক নাটক খুব বেশি হলে দুই দিনে শেষ করতাম। এই ঈদে আমার অভিনীত ছয়টির মতো নাটক আসতে পারে। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি, প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে। ২০১৩ সালে অভিনয় শুরু করেছিলেন। এর মধ্যে এক যুগ পার হলো। যে লক্ষ্যে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেটা কি পূরণ হয়েছে?
আমি অন দ্য ওয়ে আছি। আসলে লক্ষ্য পূরণ হয়ে গেলে তো আর কিছু চাওয়ার বা পাওয়ার থাকে না। তাই আমি এখনই লক্ষ্য পূরণ হোক তা চাই না। এই এক যুগে আমি দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। ৪০০টির মতো নাটকে অভিনয় করেছি, যার মধ্যে ৩০০টির বেশি মিলিয়ন ভিউ হয়েছে। ১০০টির বেশি নাটক কোটি ভিউয়ের ঘরে। দর্শক আমাকে পছন্দ না করলে তো এটা সম্ভব হতো না।
সেমন্তী সৌমি ও ইফফাত আরা তিথির সঙ্গে আপনার একাধিক নাটক। এটা কি নির্মাতাদের কারণে?
নির্মাতা তখনই জুটি হিসেবে একজন অভিনেতা-অভিনেত্রীকে পছন্দ করেন, যখন দর্শক চায়। সেমন্তী সৌমি ও তিথির সঙ্গে করা প্রতিটি নাটকই দর্শকপ্রিয়। ফলে নির্মাতাদের কাছেও একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। তাঁরাও আমাদের কাস্ট করছেন। এই যে ‘জলপরি’র শুটিংয়ে যাচ্ছি, এই নাটকেও কিন্তু আমার সঙ্গে তিথি আছেন।
আপনার নিজের একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে ঈদে নাটক আসবে না?
দুটি নাটক আসবে এবার। ‘জংগলে বিয়ে’ নাটকটি বেশ অ্যাডভেঞ্চারের। দর্শকের ভালো লাগবে। আরেকটা ‘জানোয়ার ৩’। এই সিরিজের আগের দুটি নাটক দারুণ জনপ্রিয় হয়েছে। এটাও ভালো লাগবে সবার।
গত বছর পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। নতুন কিছু নির্মাণ করেছেন?
একটা নাটক নির্মাণ করেছি সম্প্রতি। ‘তোমারই পথপানে’ নামের নাটকটি ঈদেই আসবে, ‘জয়ধ্বনি’ নামের ইউটিউব চ্যানেল থেকে। কোরবানির ঈদের জন্যও কিছু নাটক নির্মাণের পরিকল্পনা আছে। ঈদের পরপরই গল্প নিয়ে বসব।
অনেকেই আপনাকে বড় পর্দায় দেখতে চান। এ বিষয়ে কিছু ভেবেছেন?
এখন আমার ডেস্টিনি বড় পর্দাকে ঘিরেই। ভেতরে ভেতরে প্রস্তুতিও নিচ্ছি। তবে আমার দর্শকের কাছে দুই বছর সময় চেয়ে নিচ্ছি। ২০২৭ সালে অবশ্যই বড় পর্দায় আমার অভিষেক ঘটবে। সেই সঙ্গে বলে রাখি, আমার প্রথম ছবিটার নির্মাতা থাকব নিজেই। এটাও দর্শকের জন্য অন্য রকম একটা বিষয় হবে। এখন গল্প নিয়ে চিন্তা-ভাবনা চলছে।