টাঙ্গাইলে গ্রেপ্তারকৃত সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টির ৪ দিনের রিমান্ড

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে দখল ও চাঁদাবাজির মামলায় ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দাবিদার মারইয়াম মুকাদ্দাস মিস্টির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার, ১০ মার্চ সকালে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি টাঙ্গাইল জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান নিশ্চিত করে বলেন, সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে আদালতে তোলা হলে বিচারক গোলাম মাহবুব খান তার রিমান্ড মঞ্জুর করেন।

 

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন। এর ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করি। পরে আজকে সকালে আদালতে পাঠানো হলে পুলিশ উচ্চতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায়। পরে আদালত মিষ্টির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার, ৮ মার্চ সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দাবি করা মারইয়াম মুকাদ্দাস মিষ্টি সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে নিয়ে প্রবেশ করেন। জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে যৌথবাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করে। এর পরিপ্রেক্ষিতে মিষ্টিকে টাঙ্গাইল সদর থানা আটক করে। পরে গভীর রাতে মুচলেকা দিয়ে থানা পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি।

জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা বলেন, ‘আমাদের কাছে প্রথমে মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিলো। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা করি। বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি।’

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করে সরকারিভাবে ময়মনসিংহ ও গাজিপুরের কাশিমপুরে সরকারি আশ্রমে পাঠানো হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) বাসায় ডুকে লুটপাট ও ভাংচুর চালায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) স্বপরিবারে আত্মগোপনে রয়েছেন। এর আগেও মিষ্টির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরনের বাসা ভাংচুর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *