
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে দূর্যাগ প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এন,এম রফিকুল আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।