আদালতে হাজিরের নির্দেশ শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

আদালতে হাজিরের নির্দেশ শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

বিনোদন

আইনি নোটিশ গেল বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে এই তিন তারকাকে।

১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাদের। পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মশলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব। এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই ধরনের পান মশলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রেটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে অনেক। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিসে চাপে পড়লেন বলিউডের জনপ্রিয় এই তারকাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *