নারীদের নিরাপত্তা কোনো কালেই ছিল না : মনিরা মিঠু

নারীদের নিরাপত্তা কোনো কালেই ছিল না : মনিরা মিঠু

বিনোদন

আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার ও মর্যাদা উদযাপনে শতাধিক বছর ধরে দিনটি পালিত হয়ে আসছে। তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে নারী দিবস একটু বিষাদ নিয়েই এসেছে। বিগত কয়েকমাস ধরেই দেশজুড়ে বেড়েছে ধর্ষণ ও নারী উত্যক্তের ঘটনা।

দেশজুড়ে দেখা যাচ্ছে এমন চিত্র। অথচ জুলাই আন্দোলনসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে পুরুষের পাশাপাশি নারীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। দেশের বহু গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করছেন, দেশকে এগিয়ে নিচ্ছেন। তবে নারীরা আজও বাইরে নিরাপদ নয়। নারী দিবসে এমনটাই মনে করছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।

বাংলাদেশে কখনোই নারীরা নিরাপদ ছিলেন না বলেই মনে করেন অভিনেত্রী মনিরা মিঠু। নারী দিবস উপলক্ষে দেশের এক সংবাদমাধ্যমকে একথা বলেন অভিনেত্রী। মনিরা মিঠু বলেন, ‘নারীদের নিরাপত্তা বাংলাদেশে কোনো কালেই ছিল না। আগেও যেমন নিরাপত্তা শঙ্কায় নারীরা ভুগেছেন এখনো ভুগছে। এখন যা হচ্ছে, অতীতেও এ রকম আমরা অনেক দেখেছি। এর জন্য আমি বাংলাদেশের আইন ব্যবস্থাকে দায়ী করব। কারণ আমাদের দেশের আইন-শৃঙ্খলার অবস্থা একেবারেই খারাপ।’ নির্যাতনকারীদের শাস্তির প্রতি গুরুত্ব দিয়েছেন মিঠু।

তিনি বলেন,

‘নারীদের নিরাপত্তা যারা বিঘ্নিত করবে এবং যারা দর্শনসহ গুরুতর অপরাধ ঘটাবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত বলে আমি মনে করি।’ নারী দিবস উপলক্ষে মনিরা আক্তার মিঠু বলেন, ‘নারী দিবস উপলক্ষে আমাদের দেশে অনেক সেমিনার হয়। সেখানে বিভিন্ন রকমের আলোচনাও হয়, কিন্তু দিন শেষে আমরা যা দেখছি নারী নির্যাতন কমছে না, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।’

নিরাপত্তা কেমন করে আনা যায় সে প্রসঙ্গে বলেন, ‘নারীদের নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজন সরকারকে কঠোর আইন প্রণয়ন করা ও তা কার্যকর করা। নারীদের জন্য আলাদা পরিবহন তৈরি করে দেয়া। বাসের মধ্যে নারীরা ইভটিজিয়ের এর শিকার হয়, এগুলো শক্ত হাতে প্রতিরোধ করা। তাছাড়া পারিবারিকভাবেও সন্তানদের প্রতি নজর রাখা উচিত, কখন কী করছে খেয়াল রাখা উচিত।’

অভিনেত্রী মনিরা আক্তার মিঠু টেলিভিশনের জনপ্রিয় মুখ। নাটক ছাড়াও নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমেও। মা কিংবা ভাবীদের চরিত্রে নির্মাতাদের ভরসার জায়গায় মনিরা মিঠু থাকেন তালিকার শীর্ষে। ২৩ বছরে ধরে অভিনয় করা এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। সুনিপুণ অভিনয় দিয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মনিরা আক্তার মিঠু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *