
লাল বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সিতে মুশফিকুর রহিমকে আর দেখা যাবে না। গতকাল বুধবার (৫ মার্চ) সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। ওয়ানডে থেকে তার বিদায়ের খবর জেনে আবেগঘন এক ভিডিও বার্তা দিয়েছেন তার একসময়ের সতীর্থ তামিম ইকবাল।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তামিম ইকবাল তার নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, আজকে আসলে এমনই একটা দিন, সাধারণত কেউ যখন কোনও একটি ফরম্যাট থেকে অবসর নেয়, সবাই স্ট্যাটাস দেয়, তাদের অনুভূতিটা বোঝায়। এমন একজন ব্যক্তি আজকে অবসর নিলো, যার সঙ্গে আমার প্রায় ২০-২৫ বছরের পথচলা।
তো একটা স্ট্যাটাসে
আমি মানুষকে বোঝাতে পারতাম না তার প্রতি আমার অনুভূতি কী বা আমার এখন কী মনে হচ্ছে। তিনি আরও বলেন, মুশফিককে আমি এতোটুকুই বলতে চাই, দোস্ত তোর সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে এবং আমি তোকে প্রতিটি স্তরে উন্নতি করতে দেখেছি। আমি দেখেছি, তুই একটা নরম্যাল ব্যাটসম্যান থেকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েছিস। অনেক মানুষের, আপনাদের হয়তো ওর কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি। কিন্তু আমরা যেহেতু একসঙ্গে খেলি আমি দেখেছি যে, একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় সে সবই করেছে এবং এখনও করে যায়। আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে, একটা মানুষ এতো কষ্ট করে কেন? কিন্তু তার নিবেদন, তার খেলার প্রতি ভালোবাসা এটা কল্পনার বাইরে।
যা বলে কোনোদিন কাউকে বোঝাতে পারব না। তামিম বলেন, আমি যেহেতু ওর খুব কাছের একজন বন্ধু, আমি এটা অনুভব করতে পারছি এটা ওর জন্য প্রচন্ড কষ্টদায়ক। বন্ধু তুই যা অর্জন করতে পেরেছিস, যে-টুকুই তুই করেছিস তা অসাধারণ ছিল। অধিনায়ক হিসেবে, খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জন্য…বাংলাদেশের প্রত্যেকে বছরের পর বছর তা মনে রাখবে। সবশেষ এই ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, তুই একটা ফরম্যাট খেলবি, টেস্ট ফরম্যাট। আমি প্রত্যাশা ও প্রার্থনা করি তুই যেন ভালো করিস এবং অন্তত যেন ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারিস। যেটা বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলেনি। আমি আশা করবো ১০০ টেস্ট অবশ্যই খেলবি।