টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রি করায় একমাসের জেল

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মৃত গরুর মাংস বিক্রির দায়ে একজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার, ১২ ফেব্রুয়ারি সকালে পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে। এ সময় গরু মাংস বিক্রেতাকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বেড়াডোমা এলাকায় বাছের নামে একজনের গরু মারা যায়। পরে ঘটনাস্থল থেকে বুধবার ভোরে তিনজন মিলে মৃত গরুটি রিকশা করে বাজারে নিয়ে এসে বিক্রি শুরু করে।

এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংস ঘরে মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী পালিয়ে যায়।

পরে তাৎক্ষণিকভাবে হাতেনাতে মৃত গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। সেখানে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান মাংস বিক্রেতা নুরু মিয়ার ছেলে আনোয়ারকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত এবং ৫হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, জেলা ইন্সপেক্টর মমতা নজরুল ইসলাম এবং কসাই ইন্সপেক্টর সোহেল রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *