টাঙ্গাইলে মারুফ হত্যা মামলায় আসামীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল সদর মিডিয়া রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার, ১০ ফেব্রুয়ারী সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে শহীদ মারুফের মা মোর্শেদা বেগম।

সংবাদ সম্মেলনে শহীদ মারুফের মা মোর্শেদা বেগম বলেন, আপনারা জানেন গত ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানে আমার ছেলে শহীদ মারুফ টাঙ্গাইলের মেইন রোডে গুলিতে নিহত হয়। তারপর থেকে আমি সন্তান ছাড়া খুবই কষ্টে দিনপার করতে থাকি।

তিনি বলেন, আগষ্ট মাসের ১৮ তারিখে ছাত্র প্রতিনিধি আল আমিন ও তুষারসহ বেশ কিছু ছাত্র প্রতিনিধির সহযোগিতায় আমার সন্তান হত্যার বিচারের জন্য একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু আজকে প্রায় ৬ মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো ২ থেকে ৩ জন আসামী ছাড়া কাউকে গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। যদি পুলিশ সঠিকভাবে চেষ্টা করে যে শহীদ মারুফ হত্যার আসামীদেরকে গ্রেফতার করবে তাহলে তাদের পক্ষে সম্ভব। আমি আপনাদেরকে বলতে চাই আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

তিনি টাঙ্গাইলবাসীর উদ্দেশ্য করে বলেন, আপনারা জানেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে যে সমস্ত পুলিশ সদস্য ৫ আগষ্ট গুলি চালিয়েছিলো সেই সমস্ত পুলিশকে চিহ্নিত করুন এবং প্রশাসনের কাছে তা প্রকাশ করুন। আপনারা সহযোগিতা করলে আমি সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, আপনারা বেশ কয়েকদিন যাবত শুনছেন যে আমি এই হত্যা মামলা নিয়ে নাকি বাণিজ্য করতেছি। প্রকৃতপক্ষে আমার একটি মাত্র ছেলে ছিলো মারুফ। মানুষ কিভাবে মনে করলো যে আমার সন্তান হত্যাকারীদেরকে আমি ক্ষমা করবো? আমি কখনোই মামলা বাণিজ্য করিনি। আর একটি কথা বলি আমি কখনো কাউকে এফিডেভিড করে দেইনি আর ভবিষ্যতেও কাউকে দিব না? কারণ আমার সন্তান হত্যাকারীদের বিচার চাই।

আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা পুলিশের প্রশাসনকে বলতে চাই, অতিদ্রুত শহীদ মারুফ হত্যাকারীদেরকে আপনারা গ্রেফতার করুন ও গ্রেফতারের পরে বিচারের মাধ্যমে দেশবাসীকে দেখিয়ে দিন আওয়ামী লীগের প্রশাসন ও ছাত্র জনতার যে অভুত্থানের হয়েছে তার মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ যেমন শহীদ হয়েছে তেমনিভাবে আমার সন্তান মারুফও শহীদ হয়েছে এই টাঙ্গাইলের মাটিতে। তাই এই টাঙ্গাইলের মাটি থেকেই শহীদ মারুফের হত্যাকারীদের শাস্তি হোক এটাই আমার চাওয়া।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলামিন, মনিরুল ইসলাম, ইফফাত রাইসা নূহা, আল আমিন সিয়াম, ফরাশ, সিনহা, সিজানসহ অন্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *