সখীপুরে সকালে লেবু বাগানে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

অপরাধ আইন আদালত দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার, ২২ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম মিয়া (৫০) শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুস সালাম মিয়া গতকাল বুধবার রাত ১০টার দিকে বরাবরের মতো তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি নিখোঁজ হন। তিনি বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা রাতব্যাপী খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পান।

নিহতের স্ত্রী বাছাতন নেছা বলেন, আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাইনি। আজ বৃহস্পতিবার সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পাই। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শক্র ছিল না। যারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মামা সিদ্দিক হোসেন বলেন, আমার ভাগনে আবদুস সালাম গ্রামের মধ্যে একজন ভদ্র ও সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিল। তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *