সাভারে নিহত সেই বাবা-মা-ছেলের দাফন সম্পন্ন হলো ঘাটাইলে

ঘাটাইল দুর্ঘটনা শোক সংবাদ

ঘাটাইল প্রতিনিধি: সাভারে অ্যাম্বু‌লে‌ন্সে আগুনে নিহত বাবা-মা ও ছে‌লেকে গ্রা‌মের বা‌ড়ি ঘাটাইলে সামা‌জিক কবরস্থানে দাফন করা হ‌য়ে‌ছে। এর আগে ভবনদত্ত সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে চারজ‌নের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত অপরজনকে গোপালপু‌রে দাফন করা হ‌য়ে‌ছে।

 

গতকাল রাত সোয়া ১১টার দি‌কে ঘাটাইল উপ‌জেলার ভবনদত্ত গ্রা‌মে সামা‌জিক কবরস্থানে নিহত তিনজ‌নের দাফন সম্পন্ন হয়। এর আগে অ্যাম্বুলেন্স গা‌ড়ি‌তে আগুনে নিহত চারজ‌নের মরদেহ ঢাকা থে‌কে গ্রা‌মের বাড়িতে আনা হয়।

নিহতদের জানাজায় উপ‌স্থিত ছি‌লেন- ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শার‌মিন ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ এলাকার মানুষজন।

নিহেতর এক স্বজন হা‌বিব সি‌দ্দিকী ব‌লেন, আইনি প্রক্রিয়া শেষ ক‌রে ঢাকা থে‌কে চারজ‌নের মরদেহ রা‌তে ঘাটাইলে আসে। প্রথমে বাবা ও ছে‌লের জানাজা হ‌য়ে‌ছে। এরপর দুইবো‌নের জানাজা হয়। প‌রে সামা‌জিক কবরস্থানে বাবা মা ও ছে‌লের দাফন করা হয়। আরেকজনের গ্রা‌মের বা‌ড়ি যেহেতু গোপালপুর সেহেতু সেখা‌নে তার মরদেহ নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পুলিশ টাউনের সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন মারা যান। ঘাটাইলের ভবনদত্ত গ্রামের ফারুখ হোসেন সিদ্দিকী (৫০), তার স্ত্রী মহসিনা সিদ্দিকী সোনিয়া (৪০), ছেলে ফুয়াদ সিদ্দিকী (১৪) ও শ্যালিকা মাহফুজা আক্তার সীমা (৩৫)। মাহফুজা আক্তার সীমার বাড়ি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *