টাঙ্গাইলে ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

অর্থনীতি আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল হতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে হাসপাতাল প্রাঙ্গণ এলাকায় ৩২০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

কম্বল বিতরণের সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে ডেপুটি নেজারত কালেক্টর মো. আল আমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছিলাম। ১২ উপজেলায় ৫০০ করে ৬ হাজার বিতরণ করা হয়েছে। বাকিরা ৪ হাজার হতে হাসপাতালে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ৩২০টি কম্বল বিতরণ করা হয়।

তিনি আরো জানান, শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় ৩ লাখ টাকা করে মোট ৩৬ লাখ এবং পরবর্তীতে আরো ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য ২ লাখ টাকা করে, দ্বিতীয় শ্রেণির জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণির জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *