টাঙ্গাইলে হানাদারমুক্ত দিবসে ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের’ বিচার দাবি

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পাক হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ করা হয়েছে।

 

বুধবার, ১১ ডিসেম্বর দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অ্যাডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহসভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয়করণের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করেছে। এসময় বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকা তৈরির জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *