ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গণসমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইল রাজনীতি সংগঠন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৯ নভেম্বর বিকেলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে অতিথির বক্তব্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষতিগ্রস্থ করা যাবে না। বিএনপি জানে কিভাবে দেশকে ক্ষতিগ্রস্থতার হাত থেকে রক্ষা করতে হয়। কীভাবে দেশ ও গণতন্ত্র রক্ষা করতে হয় এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীরা ভালো বোঝে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গত ১৬ বছর আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। দলকে টিকিয়ে রেখেছি। আমরা জানি ফ্যাসিস্টদের কিভাবে মোকাবিলা করতে হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। কাজেই দেশ কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে।

তিনি আরও বলেন, ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, গণতন্ত্র হরণ করা হয়েছিল। ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছিল।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে গণসমাবেশে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদ সোহরাব, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন প্রমুখ। গণসমাবেশে ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *