মির্জাপুরের মিদুল হাসানের সন্ধান প্রায় এক বছরেও মিলেনি

অপরাধ দুর্ঘটনা মির্জাপুর শিক্ষা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার পারদিঘী আশরাফুল উলুম মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র মিদুল হাসান (১৪) প্রায় এক বছর পূর্বে হারিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি।

 

জানা যায়, মিদুল হাসান প্রবাসী আমিরুল ইসলাম-এর পুত্র। ঠিকানা: গ্রাম- হাট ফতেপুর, ডাকঘর- থলপাড়া, উপজেলা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। তার উচ্চতা- ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল- কালো, ছোট। গত ১৬/০৪/২০২৫ খ্রি. তারিখে নিজ বাড়ী থেকে মসজিদে যাবার পথে নিখোঁজ হয়।

তার দাদা আব্দুল আজিজ মিয়া বলেন, আমার অনুমান সে বাড়ী থেকে রাগ করে চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মির্জাপুর থানায় জিডি করা হয়েছে। জিডি নং- ১২৪৪, তারিখ: ২১/০৫/২০২৫।

সন্ধানপ্রার্থী: মিদুল হাসানের দাদা আব্দুল আজিজ মিয়া, মোবাইল- ০১৩৩৮-২৬৮৬৬১, জয়নাল আবেদীন (স্থানীয় মসজিদের ইমাম), মোবাইল- ০১৭৫৭-২৩৭২২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *