
কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। কম্বল বিতরণ কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে এতে অংশ নেন আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ হাসমত আলী রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুবদল নেতা হাসমত আলি রেজা বলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। প্রতিবছরই যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন এতে করে সত্যিই আমরা মুগ্ধ। আগামী দিনেও এই ধরনের মানবতার কাজ অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি।
আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম বলেন, তীব্র শীতে যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি ছিন্নমূল মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
বিএনপি নেতা মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন বলেন, যে কাজটি রাজনৈতিক নেতাকর্মীসহ বিত্তবানদের করার কথা, সেই কাজটি কালিহাতী রিপোর্টার্স ইউনিটি করছে বলে আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
