মির্জাপুরে ৫ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর মির্জাপুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে পাঁচ হাজার নয়’শ চল্লিশ পিস মাদকদব্য হিসেবে ব্যবহৃত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫৫) গ্রেফতার হয়েছে।

বুধবার, ১৪ জানুয়ারি বিকেলে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল যমুনাসেতু-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল। বুধবার, ১৪ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যমুনাসেতু-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া মোড়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে আর কে পরিবহন যাত্রীবাহী বাস চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে যাত্রীবাহী বাসটি থামায়। উপস্থিত সাক্ষিদের সম্মুখে বাস হতে মাদক কারবারি মোঃ এনামুক হক (৫৫), থানা- সিংড়া, জেলা- নাটোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা থাকার কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার কাছে থাকা ব্যাগের মধ্যে ৫ হাজার ৯৪০ পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার এবং দুইটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য সতের লাখ বিরাশি হাজার টাকা।

পরে ধৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাপুর থানায় মাদক কারবারিসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *