
ঘাটাইল প্রতিনিধি : ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
বুধবার, ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ জাঙ্গালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আলম হোসেনের ছেলে কাশেম (৪০) ও লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার একাব্বর আলীর ছেলে কবির (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকি এলাকায় যাওয়ার সময় মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ধুমরে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই কাশেম ও হামিদ মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবিরকে (৩০) উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
