কালিহাতীতে সাংবাদিক জাহাঙ্গীরকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

অপরাধ আইন আদালত কালিহাতী মানববন্ধন মিডিয়া

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে এক নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, দৈনিক অগ্রযাএা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

 

বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে নিউজ করায় তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবিত হয়ে মধ্যরাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করে। যা আইন পরিপন্থী। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় পুলিশের আচরণ সন্দেহজনক বিধায় দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির করেন তারা। এসময় বক্তারা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে জাহাঙ্গীরের স্ত্রী বলেন, মধ্যরাতে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে সাদা পোষাকের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি ভাংচুর করে, আমার স্বামীকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন চালায়। এতে বাঁধা দিতে গেলেও বৃদ্ধ দাদিকেও তারা শারিরীক নির্যাতন চালায়। আমরা জড়িত সকলের দৃষ্টান্ত দাবি করছি।

মানববন্ধন শেষে সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *