কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কালিহাতী দুর্ঘটনা শিক্ষা শোক সংবাদ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে খেজুরের রস খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় তাওহীদ নামে এক ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

রবিবার,৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে কালিহাতীর পাকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওহীদ কালিহাতী উপজেলার রামপুর গ্রামের হারুনের ছেলে। আহতরা হলেন- ফজল হকের ছেলে জিহাদ (১৮) ও রমজান আলীর ছেলে হাসান (১৯) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মোটরসাইকেলে ৯ জন কালিহাতীর ধানগড়া গ্রামে ভোর সকালে খেজুরের রস খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পাকুটিয়া এলাকায় ব্রীজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে ৯ জন ছেলে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গ ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়, আহত হয় আরও দুজন। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুত্বর আহত জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাওহীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *