সখীপুরে মায়ের বকুনিতে অভিমান করে শিশু জিহাদের মৃত্যু

অপরাধ দুর্ঘটনা শিক্ষা সখিপুর

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মায়ের সঙ্গে অভিমান করে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের (বেতুয়া শাখার) পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মালদ্বীপ প্রবাসী আনিসুর রহমানের ছেলে।

 

জিহাদের পরিবারের দাবি, তুচ্ছ ঘটনায় মায়ের বকুনি খেয়ে অভিমানে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের চাচাত ভাই জনি বলেন, সন্ধ্যার পর বাড়িতে একই বয়সের চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের মা তাকে বকাঝকা করেন। পরে সে নিজের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পর ওই ঘরে প্রবেশ করে জিহাদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুজন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জিহাদ ছিল মেধাবী ছাত্র, পরীক্ষা দিয়েছে। শিশুদের মানসিক জগৎ খুব স্পর্শকাতর। এজন্য অভিভাবকদের আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে আনার আগেই শিশু জিহাদের মৃত্যু হয়েছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *