টাঙ্গাইলে প্রথম আলোর সুধী সমাবেশ: সাহসের সঙ্গে সত্য প্রকাশ

উৎসব টাঙ্গাইল সদর মিডিয়া সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, সত্য বলতে সাহস লাগে। প্রথম আলো শুরু থেকেই সেই সাহস দেখিয়ে আসছে। দিন শেষে সত্য খবরের জন্য প্রথম আলোকেই বেছে নিতে হয়। ভবিষ্যতেও প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে—পাঠক হিসেবে এটাই প্রত্যাশা।

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া পার্টি সেন্টারে শুক্রবার, ২৮ নভেম্বর বিকেলে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।

 

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু) বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছিলেন, অবারিত করে দিয়েছিলেন। কাজেই বিএনপি সব সময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। সত্য কথা বলবেন, সত্য কথা লিখবেন—এটাই মানুষ প্রত্যাশা করে। প্রথম আলো তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, প্রথম আলো সব সময় সত্য প্রকাশ করে। এ জন্য পাঠকের আস্থা রয়েছে পত্রিকাটির ওপর। বিগত দিনগুলোতে অনেক সাহসী সংবাদ প্রথম আলো প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য আব্দুল্লা আল মামুন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে দেশ এগিয়ে যাবে।

 

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, প্রথম আলো ৫ আগস্টের আগেও চাপে ছিল, ৫ আগস্টের পরেও চাপে রয়েছে। এ থেকে বোঝা যায়, প্রথম আলো সঠিক পথে আছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) টাঙ্গাইল শাখার সহসভাপতি বাদল মাহমুদ বলেন, প্রথম আলোকে বিশ্বাস করা যায়। প্রথম আলোর তথ্য নির্ভরযোগ্য হয়। তাই আমার লেখায় প্রথম আলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করি।

এডভোকেট হোসনে আরা আহমেদ বলেন, সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠতার জন্য প্রথম আলো প্রথম স্থানে রয়েছে। আজীবন আমরা প্রথম আলোকে প্রথম স্থানে দেখতে চাই।

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক বলেন, সত্যিকার অর্থে একটি ভালো পত্রিকা বলতে যা বুঝি, প্রথম আলো তাই।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল শাখার সভাপতি ফাতেমা রহমান বিথী বলেন, জুলাই আন্দোলনে প্রথম আলো অনেক সংবাদ প্রকাশ করে আন্দোলনকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে পাঠকেরা বিভিন্ন প্রত্যাশার কথা ও অভিযোগের কথা তুলে ধরেন। তাঁদের প্রশ্নের জবাব দেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। তিনি বলেন, প্রথম আলো সব সময় সত্য প্রকাশ করে। কোনো সত্য আড়াল করতে চায় না। প্রথম আলো প্রত্যন্ত এলাকার অনেক সাফল্যের খবর, ইতিবাচক খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরে। পাঠকেরাই প্রথম আলোর মূল শক্তি। আমরা কোনো দলের পক্ষে নয়, নিরপেক্ষ থেকে সংবাদ প্রকাশ করি। প্রতিটি সরকারের আমলেই প্রথম আলোকে বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হুদা, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফপিএবি) সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম, বেসরকারি সংগঠন এসএসএসের চেয়ারম্যান কাজী জাকেরুল মওলা, জাতীয় কবিতা পরিষদের টাঙ্গাইল শাখার সভাপতি অনিক রহমান, নাট্য সংগঠক সাম্য রহমান, ক্রীড়া সংগঠক কামরুন্নাহার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এসব সমাবেশে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, কবি-সাহিত্যিক, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *