শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে- প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল সদর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্তলালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ করা। এছাড়াও শিশুকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করব পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে।

 

রবিবার, ২৩ অক্টোবর দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, শিক্ষার পরিবেশটা যেন আনন্দদায়ক হয়। সেটা শিশু পড়ে যেন আনন্দ পায়। একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন শিখাতে হবে। সে যেন স্বপ্ন দেখতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানো টা খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশুকে সব সময়ই আমিও পারি এই সাহসটা জাগ্রত করতে হবে।

তিনি আরো বলেন, অনুষ্ঠানে শিক্ষকদের প্রশ্ন পড়বে যেটা জানতে পারলাম এতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করছি। আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্লে-গ্রাউন্ড স্থাপন করায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে শনিবার, ২২ নভেম্বর তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আসেন। ওইদিন সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সখীপুরের সী-গাল রিসোর্টে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং করার উদ্দেশে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাপঠন দক্ষতা উন্নয়নের জন্য শিখন সামগ্রী প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *