
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে ৩টি গাড়ি থেকে মোট ৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং দুই হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি এম এ মুকিত, নুসরাত জাহান এবং শারমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
