টাঙ্গাইলে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর পরিবেশ সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিএফআরআই বন রসায়ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফআরআই এর তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো. জহিরুল আলম।

বন ব্যস্থাপনা উইং-এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম, চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বন রসায়ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইন, রিপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান।

কর্মশালায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *