ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা- শামসুজ্জামান দুদু

টাঙ্গাইল সদর দিবস রাজনীতি সংগঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা। জিয়াকে অনুসরণ করা মানে বেগম জিয়া- তারেক রহমানকে অনুসরণ করা। মওলানা ভাসানী মজলুমের জন্য নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। জিয়াউর রহমান তাকে অনুসরণ করেই বিএনপিকে জনপ্রিয় করেছেন। ধানের শীষকে মানুষের হৃদয়ের প্রতীক হিসেবে পরিচিত করেছেন।

 

সোমবার, ১৭ নভেম্বর দুপুরে সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের আহ্বান জানালে কেউ কেউ বলে শুধু একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি গণঅভ্যুত্থান হয়নি; পাগলের প্রলাপ। ১৬, ১৭ ও ১৮ বছর ধরে এই দেশে তারেক রহমান বিএনপিকে সংঘঠিত করেছে। রাজপথে আন্দোলনে করেছে, একটি ভালো নির্বাচনের জন্য। জনসমর্থিত একটি সরকার প্রতিষ্ঠার জন্য।

তিনি আরও বলেন, আজকের দিনটা খুনি, গণহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এতো স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোন জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য মাইনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *