ভাসানী বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর শিক্ষা সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা, মওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার, ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।

সেমিনারের শুরুতে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *