বাসাইলে চলন্ত বাসে আগুন দেয়ার ঘটনায় ৪জন গ্রেফতার

অপরাধ আইন আদালত বাসাইল রাজনীতি

বাসাইল প্রতিনিধি: বাসাইলে চলন্তবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার, ১৪ নভেম্বর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বাসাইল উপজেলার বাঐখোলা গ্রামের বাসিন্দা মাসুদ, জুলহাস ও কামাল ওরফে তালু এবং বয়রা গ্রামের বাসিন্দা শহিদ।

 

গত বুধবার, ১২ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় চলন্ত বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর রাতে গোড়াই হাইওয়ে থানার এস আই মো. ইসমাইল হোসেন বাদি হয়ে বাসাইল থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসের সামনে উত্তরবঙ্গ গামী লেনের ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওইদিন রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা গামী ‘বাংলা স্টার’ নামের একটি চলন্ত বাসে আগুন দেয়। গাড়িতে থাকা যাত্রীরা টের পেয়ে দ্রুত নেমে যায়। এসময় স্থানীয় লোকজনসহ যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে বাসাইল থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসটি রেকার দিয়ে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী/সন্ত্রাসীরা নাশকতা করার জন্য ‘বাংলা স্টার’ নামের ওই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। মামলার পর পুলিশ চারজনকে গ্রেফতার করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *