মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী মেলা উদ্বোধন

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস সংগঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি: আগামী ১৭ নভেম্বর টাঙ্গাইল সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ভাসানী মেলার উদ্বোধন করা হয়েছে।

 

গতকাল মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমত গার এর আয়োজনে সন্তোষ মাজার প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী ভাসানী মেলা- ২০২৫ এর উদ্বোধন করা হয়।

ভাসানী মেলা উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ, মওলানা ভাসানী ফাউন্ডেশন এর মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গণভোজসহ ৭ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *