টাঙ্গাইলে জেলা প্রশাসকের কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

আইন আদালত টাঙ্গাইল সদর শিক্ষা সখিপুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক সখীপুরের কোচ সম্প্রদায়ের ১০ দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বুধবার, ৫ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের এ সহায়তায় শিক্ষা জীবনে আলো ফিরে পেলো সখীপুর উপজেলার কোচ সম্প্রদায়ের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী।

 

শিক্ষা জীবনে ফিরে আসা শিক্ষার্থীরা হলেন, কামন্ত চন্দ্রের মেয়ে শিমুলী, সুনীল কোচের মেয়ে সুবর্ণা, নবীন চন্দ্রের মেয়ে নুপুর রানী, সুনীল চন্দ্রের মেয়ে সঞ্চিতা রানী, অনিল চন্দ্রের মেয়ে অনিতা রানী, সুরেশ চন্দ্রের মেয়ে মুক্তি রানী, গোপাল চন্দ্রের মেয়ে লতা রানী, কৃষ্ট মোহন কোচের মেয়ে শিপা রানী কোচ, নারায়ন কোচের মেয়ে চৈতি রানী এবং ছেলে অন্তর কোচ ও পরেশ চন্দ্র কোচের ছেলে প্রকাশ চন্দ্র কোচ।

জানা যায়, গারো পাহাড়ে কোচ সম্প্রদায়ের লোকেরা খুবই অভাব-অনটন ও দুঃখ-দুর্দশার মধ্যে জীবনযাপন করেন। পারিবারিক অস্বচ্ছলতার কারনেই তাদের পরিবারের সন্তানেরা শিক্ষা জীবন থেকে ঝরে পরে। জেলা প্রশাসকের সহায়তায় ঝরে পড়া এই ১০ শিক্ষার্থী নতুন করে আবার শিক্ষা জীবন ফিরে পেলো। এর ফলে কোচ সম্প্রদায়ের অন্যান্য শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, কোচ জনগোষ্ঠীসহ কোন শিক্ষার্থীই যেন অর্থাভাবে ঝরে না পড়ে এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *