দেশের মানুষ ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে -সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছে। স্বৈরাচার বিদায় হলেও অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার আদালতে চলমান রয়েছে। এ দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপি ক্ষমতায় এলে টেকসই উন্নয়ন হবে।

 

বুধবার, ৫ নভেম্বর বিকালে টাঙ্গাইল শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণকালে
টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মডেল টাঙ্গাইল হিসেবে ঘোষণা করা হবে। টাঙ্গাইল সদরে মানুষ আমাকে নিজের সন্তান হিসেবে সাদরে গ্রহণ করেছেন। আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলব।

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *