কালিহাতীতে বাড়ির পাশ থেকে জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারীর লাশ উদ্ধার

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বাড়ির পাশের জঙ্গল থেকে জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার, ৫ নভেম্বর বেলা ১২টার দিকে চারান উত্তর পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান।

 

জানা যায়, ৬৩ বছর বয়সী শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। কামাল খান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। সপ্তাহ তিনেক আগে তিনি গৃহস্থলী ও আবাদী জায়গা জমি দেখাশুনার জন্য তার গ্রামের বাড়িতে আসেন।

বুধবার সকালে বসতবাড়ির পাশে একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় জানিয়ে ওসি মাহবুবুর বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রেখে যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

নিহতের কাজের ছেলে সেন্টু বলেন, “স্যার প্রায় ২০ দিন আগে ঢাকা থেকে এসে ঘর-দুয়ার মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরে কাজ শেষে আমি আমার বাড়ি আটাবাড়ীতে ফিরে যাই। সন্ধ্যায়ও ফোনে কথা হয়েছিল। এরপর আর কোনো খবর পাইনি। সকালে শুনি তাকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি, বাড়ির পাশে জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।”

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি বলেন, বিগত ৫০ বছরেও আমাদের এই চারান গ্রামে এ রকম ঘটনা ঘটেনি। এই ঘটনা খুবই দুঃখজনক। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার জানা মতে তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা পুলিশসহ আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। কেন একজন বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো, সেটি উদঘাটনে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

এদিকে, এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত— তা জানতে উৎসুক পুরো গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *