টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ

ঘাটাইল নির্বাচন রাজনীতি সংগঠন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থক ও উপজেলা বিএনপির একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।

 

মঙ্গলবার, ৪ নভেম্বর বিকেলে ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য বিএনপি সারা দেশে ২৩৭ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এস এম ওবায়দুল হক নাসির রয়েছেন। বিক্ষোভ থেকে এ আসনে এস এম ওবায়দুল হক নাসিরের মনোনয়ন বাতিল করে লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি করা হয়।

সড়ক অবরোধ করায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *