টাঙ্গাইলে ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

 

বুধবার, ২৯ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন আবুল কালাম মোস্তফা লাবু। সেখান থেকে সাধারণ গ্রন্থাগারে প্রয়োজনীয় কাজ শেষে অটো রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা হন। ভিক্টোরিয়া রোডে আপ্যায়ন হোটেলের সামনে পৌঁছলে দুটি মোটর সাইকেলে ছয়জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

 

আবুল কালাম মোস্তফা লাবু জানান, ইতিপুর্বেও সন্ত্রাসীরা তার উপর দুইবার হামলা করেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। একটি মামলায় আদালতে নারাজি দেওয়ার পর পিবিআই তদন্ত করছে। এ মামলার আসামীরাই গতকাল তাকে কুপিয়ে আহত করেছে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমদ জানান, বুধবার রাতে ঘটনার সাথে সাথে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *