মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরে বারই খাল থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি গোলাপী বেগম (৩২) নামে তিন সন্তানের জননী তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন।

রবিবার, ২৬ অক্টোবর সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে স্থানীয়রা কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করার সময় তার গলায় ওড়না পেচানো ছিল এবং এক পা জিআই দরে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহত গোলাপীর মা সমলা বেগম জানান, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে মোবাইল ফোনও বন্ধ ছিল। এছাড়া খাল পারাপারের জন্য ব্যবহৃত নৌকাটিও নিখোঁজ ছিল। পরে রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসরপাড়া এলাকায় কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। ঘটনার রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

নিহতের স্বামী আব্দুল কাদের জানান, বিষয়টি এখনি বলা যাবে না, তবে তিনি আগে থেকেই স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ অর্ধগলিত। তাঁর পায়ে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। তাঁকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ রয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে। হত্যার রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালাচ্ছি। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *