বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, টাঙ্গাইলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইন আদালত টাঙ্গাইল সদর নির্বাচন সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার, ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলনে ফোরামের নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ কে এম মনসুর আহামেদ খান বিপন।

এদিন সাধারণ সম্পাদকসহ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য তিনটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আসাদুজ্জামান খান (আইয়ুব), সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে সাদেকুল ইসলাম (শাহীন) ও সাংগঠনিক সম্পাদক পদে খন্দাকার মনিরুল ইসলাম বিজয়ী হন।

এর আগে সভাপতিসহ অন্যরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। তারা হলেন: সহ-সভাপতি মো. ইলিয়াস খান পারভেজ, খন্দকার রোকুনুজ্জামান, মাহমুদা আক্তার (মুন্নী), মীর আলীমুল মোরশেদ (শিল্পী), যুগ্ম-সম্পাদক মোসারুল ইসলাম ভূইয়া (মুছা), মো. আব্দুল মালেক খান, মো. মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, এম এ মালেক আদনান, সোলায়মান হায়দার (টুটুল), কাজিমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহামন মল্লিক, মুহাম্মদ নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন খান, ক্রীড়া সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম বিপ্লব, মানবাধিকার সম্পাদক ফজলুর রহমান, মেমিনার সিম্পোজিয়াম সম্পাদক জন জেত্রা, মিডিয়া সম্পাদক রাশেদুল ইসলাম চঞ্চল, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জু মিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার সীমা এবং ত্রাণ সম্পাদক শামীম মতিয়ার (মতিউর)।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোঃ শাহজাহান কবীর। দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সারোয়ার কায়ছার রাহাত ও নাট্য বিষয়ক সম্পাদক দেওয়ান হুমায়ুন কবীর রিপন।

বার সমিতির হলরুমে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি এস. এম ফাইজুর রহমান। সঞ্চালনায় ছিলেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম (জহির)। বার সমিতির সভাপতি জহুর আজহার খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ সিনিয়র আইনজীবীগণ এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *