নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম স্বপনের মতবিনিময়

টাঙ্গাইল সদর নাগরপুর মিডিয়া রাজনীতি সেমিনার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোননয়ন প্রত্যাশী জাসাস ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার, ১৫ অক্টোবর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

তিনি মতবিনিময় সভায় বলেন, নাগরপুর-দেলদুয়ারে অধিকাংশ জনগন ইতিমধ্যে তার প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপন করেছেন। তার দৃঢ় বিশ্বাস আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের প্রতি তার ডেডিকেশন ও আন্দোলন সংগ্রামে তার অগ্রনী ভূমিকা ও এলকার জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিবেন। নাগরপুর-দেলদুয়ারে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জরাজীর্ণ অবস্থায় আছে। নাগরপুর-দেলদুয়ারে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই ফলে বেকারত্বের সংখ্যা চরম পর্যায় উপনীত হয়েছে। তিনি দীর্ঘ ১৫ বৎসর ফ্যাসিষ্ট স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করেছেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা রাজনীতি করি। দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। বিশেষ করে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

এসময় উপজেলা বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *