
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছেন দেলদুয়ার উপজেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার, ১১ অক্টোবর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রার্থীতা ঘোষণা করে এ তথ্য নিশ্চিত করেছেন হামিদুল হক মোহনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীগণ। এর পূর্বে দুপুরবেলা দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিশেষ সভায় এমপি প্রার্থী হামিদুল হক মোহন এর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
হামিদুল হক মোহনসহ নেতা কর্মীরা জানান, টাঙ্গাইলের অতি কাছের উপজেলা দেলদুয়ার ও নাগরপুর। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ দশকেও এই উপজেলাগুলোতে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। তাই উন্নয়নের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করার মতো নিঃস্বার্থ নেতা হামিদুল হক মোহনকে প্রয়োজন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সকল বিষয়ে উন্নয়ন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁনখা, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্বর, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।