ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিবস ধনবাড়ী শিক্ষা

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি:  ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানে ধনবাড়ী উপজেলায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস।

রবিবার, ৫ অক্টোবর সারাদেশের মতো ধনবাড়ীতেও শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হয়েছে।

 

সকাল ১০টায় উপজেলার বীরতারার কেন্দুয়া শাপলা আইডিয়াল হাইস্কুল এন্ড সুলতান প্রফেসর মডেল কলেজের আয়োজনে এ দিবস পালিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে টাঙ্গাইল-ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সুলতান আহম্মেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র বসাক, শিক্ষক আমিনুর রহমান, জাহাঙ্গীর খান, মেরিনা আক্তার, নাজমা আক্তার, তামান্না আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ দিবস উপলক্ষ্যে সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *