টাঙ্গাইল জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই কতিপয় দল দেশের সম্প্রিতিকে ব্যাহত করতে চায়। যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা, সেই জায়গা থেকে আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, কিন্তু সেখানে কতিপয় দল বাধা হয়ে দাঁড়াচ্ছে।

 

রবিবার, ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশে আসার জন্য তিনি প্রস্ততি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক জিনিস নয়। আমরা ছাত্র রাজনীতিকে ছাত্রদের মাঝেই রাখতে চাই। আর জাতীয় রাজনীতি সারা বাংলাদেশ ব্যাপী, এটা অনেক বড় পরিসরের জিনিস। এর সঙ্গে ছাত্র রাজনীতিকে মিলিয়ে ফেললে চলবে না।

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *